লামা প্রতিনিধি »
লামা-আলীকদম সেনা জোনের অধিনে সোমবার (৬ এপ্রিল) লামা বাজারে ত্রাণ, মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি সেনা টিম এই কার্যক্রম করেন।
এদিকে, সকাল ১০টায় সেনা টিম লামা সরকারি হাসপাতাল পরিদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেন ও লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, আমরা স্বাস্থ্য সেবা প্রদানে সোচ্চার রয়েছি। আমাদের জরুরি বিভাগ ও আইসোলেশন সেন্টার খোলা রয়েছে। লামা বাজারে মাস্ক, ত্রাণ সামগ্রী বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করার সময় মাইকিং করা হয়। মাইকিংয়ে সেনাবাহিনী জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সবাইকে হোম কোয়ারান্টাইনে থাকতে অনুরোধ করেন। বিশেষ করে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ঘনঘন হাত ধৌত করতে পরামর্শ দেয়া হয়।
লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল সাইফ শামীম পিএসসি বলেন, আমরা জনগণের পাশে আছি থাকবো।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













