৩০ অক্টোবর ২০২৫

চকবাজার অলি খাঁ মোড়ে প্রাণ হারালেন রিকশাচালক

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাসে সৃষ্ট এই সংকটকালীন সময়ে বাঁচার তাগিদেই রিকশা নিয়েই রাস্তায় বেরিয়েছিলেন এক রিকশাচালক। কিন্তু হঠাৎ তার মৃত্যু হলো সড়কেই।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। প্রফুল্ল দাশ রাগুনিয়ার মৃত প্রণব দাশের ছেলে। ষোলশহর রেলস্টেশনের পাশে একটি কলোনীতে থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা চালিয়ে অলি খাঁ মসজিদ মোড়ে এসে হঠাৎ খারাপ লাগছে বলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। পরে থানায় খবর দেওয়া হয়। মৃত ব্যক্তির পাশে কিছু টাকা-পয়সা পড়ে ছিল।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজ উদ্দীন চৌধুরী জানান, অলি খাঁ মসজিদের সামনে এই রিকশাচালক পড়েছিলেন। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন