৩০ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গায় কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি »

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী অসহায় পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও উপজেলা নিবার্হী অফিসার বিভীষণ কান্তি দাশ।

সোমবার (৬ এপ্রিল) সকালের দিকে বেলছড়ি, গুমতি, ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম কর্মহীন অসহায় যারা কোন ত্রাণ পাননি তাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন তিনি।

এদিকে, দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ পৌরসভার যারা ত্রাণ পাননি তিনি নিজে ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছেদিয়েছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে যারা হোম কোয়ারেন্টাইনে শ্রমজীবী কর্মহীন হয়ে পড়েছেন তাদের সরকারি বরাদ্ধের পাশাপাশি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঁইয়া, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ত্রাণ বিতরণকালে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া যারা অপ্রয়োজনে ঘোরাঘুরি করছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। সরকারি নির্দেশ অমান্য করে যারা দোকান খুুলে ব্যবসা করছেন তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। সাধারণ জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে বাসায় থাকার আহ্বান জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা নিবার্হী অফিসার বিভীষণ কান্তি দাশের সহযোগিতায় উপজেলা পরিষদের অর্থায়নে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী যারা বর্তমানে ঘরে কর্মহীন হয়ে পড়েছে সরকারের সাহায্যের পাশাপাশি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে এসব ত্রণ বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, সবাই সামাজিক দুরুত্ব বজায় রেখে চলবেন। সবাইকে নিরাপদে ঘরে থাকার আহবান জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন