২৯ অক্টোবর ২০২৫

খুলশীতে ভবন লকডাউন, মালিককে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম নগরীর খুলশীতে এক ভবনে আশ্রয় নেওয়া তাবলিগ জামাতের ২১ মুসল্লি হোম কোয়ারেন্টিন না মেনে বাইরে ঘোরাঘুরি ও দাওয়াতি কার্যক্রম চালানোয় ওই এলাকার ৩ নম্বর রোডের একটি ভবন লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।

এ সময় ভবন মালিকের ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ২২ এপ্রিল পর্যন্ত চারতলা ভবনে বসবাসকারী সবাইকে ‘হোম কোয়ারেন্টিন’ অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবনে বসবাসকারী ১৬টি পরিবারের যে কোনো প্রয়োজনে পুলিশ ও স্থানীয় প্রশাসন সহায়তা করবে ।

সোমবার বিকেলে অভিযান চালিয়ে ওই ভবনটি লকডাউন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, ওই ভবনে শেরপুর থেকে আসা তাবলীগের ২১ মুসল্লি থাকেন। তারা কয়েকটি শহর ঘুরে নানান জনের সংস্পর্শে এসে ওই ভবনে উঠেছেন, তাই ২৬ মার্চ তাদের ভবন মালিকের ছেলে আতিকুর রহমানের তত্বাবধানে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশনা দেই।

সোমবার অভিযানে গিয়ে আমরা দেখি, ওই মুসল্লিদের কেউ হোম কোয়ারেন্টিন মানছেন না। এলাকাবাসীরা জানিয়েছেন- তারা হোম কোয়ারেন্টিন না মেনে নিয়মিত মসজিদ-দোকানে যাচ্ছেন। তাই ভবনটি লকডাউন করে দেওয়া হয়েছে। নির্দেশনা না মানায় আতিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন