বাংলাধারা প্রতিবেদন »
নগরীর সরাইপাড়া ও আকবরশাহ কাট্টলী এলাকায় করোনা শনাক্ত হওয়া দুই ব্যক্তির বসবাস করা বাড়ি লকডাউন করা হয়েছে। আশাপাশে আর কোনো বাড়ি লকডাউন করা হবে কী না তা যাচাই করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পাহাড়তলী ও আকবারশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বলেন, সরাইপাড়া এলাকায় করোনা শনাক্ত হওয়া ওই নারীর বসবাস করা একটি বাড়ি লকডাউন করা হয়েছে।
আকবরশাহ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, কাট্টলী এলাকায় একটি বাড়ি লকডাউন করা হয়েছে। যিনি করোনা আক্রান্ত হয়েছেন একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার।
বাংলাধারা/এফএস/টিএম












