বাংলাধারা ডেস্ক »
সাংবাদিক নেতা আরিফ আলম দীপু, তার স্ত্রী এবং তাদের ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক তিনি ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তাদের করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
আরিফ আলম দীপু জানান, তিনি গত কয়েকদিন ধরে অসুস্থবোধ করছিলেন। প্রথমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে নমুনা সংগ্রহের জন্য ফোন করলেও তারা দুদিনেও আসেনি। পরে তিনি এক সহকর্মীর মাধ্যমে বিষয়টি এমপি শামীম ওসমানকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে জেলা সিভিল সার্জনকে নমুনা সংগ্রহের নির্দেশ দেন। পরে দু’দফায় বাসায় এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যান তারা ।
দীপু বলেন, ‘আমাদের তিনজনের পজিটিভ আসে বলে তারা জানান। আমি শুরু থেকেই বাসায় আইসোলেশনে রয়েছি। একজন ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করছি।’
এমপি শামীম ওসমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা আগের চাইতে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি।’
সহকর্মী সাংবাদিকরা সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়ায় তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













