আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দূরুত্ব বজায় রাখতে জয়কালী সাপ্তাহিক হাটকে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালের মাঠে স্থানান্তার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার আদর্শ স্কুল মাঠে এই বাজার বসানো হয়।
এখানে দূরত্ব বজায় রেখে কাচা বাজার, মাছের দোকান, কাঁচা তরকারি ও মুরগীর বাজার বসানো হয়ের। সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতার ভীড় চোখে পড়ার মতো। এ ভিড়ে কেনাকাটায় হুড়োহুড়িতে সামাজিক দূরত্ব বজায় রাখা দুষ্কর।
এ জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানবীর চৌধুরীর নেতৃত্বে একটি স্কুল মাঠে বসিয়েছেন এই বাজার।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, মানুষ যাতে দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারে এজন্য এভাবে বাজার বসানো হয়েছে। জয়কালী বাজার আনোয়ারা স্কুল মাঠে স্তানান্তর করা হয়েছে। এভাবে উপজেলার সকল বাজারগুলোকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিকটস্থ খোলা মাঠে নিয়ে যাওয়া হবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













