২৮ অক্টোবর ২০২৫

নগরীতে করোনায় আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

বন্দর নগরী চট্টগ্রামে আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মমতাজ নামে এক নারী আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি নগরীর নীমতলার বাসিন্দা বলে জানা গেছে। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হল।

আজ নতুন আক্রান্তদের মধ্যে দুই পুলিশ সদস্য বলে জানা গেছে। এছাড়াও একজন নোয়াখালীর বাসিন্দাও আক্রান্ত হয়েছেন এ রোগে।

আজ বুধবার বার ১০টায় এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তিনি বলেন, বিআইটিআইডিতে ১০৯ টি নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘন্টায়। এর মধ্যে মোট ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ৫ জন চট্টগ্রামের, একজন নোয়াখালীর বাসিন্দা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন