বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বন্দরে কাজ করছেন এমন একজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত রোগীর বয়স ৪৮ বছর। তিনি আনোয়ারা উপজেলা পৈড়কোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের বাসিন্দা।
তার নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয় বিআইটিআইডি। বুধবার রাতে ৫ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে বন্দরের এই কর্মচারীও রয়েছে।
এদিকে, করোনায় আক্রান্ত রোগী স্থানীয়ভাবে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করেছেন। তিনি যাদের সংস্পর্শে এসেছিলেন তাদেরকে চিহ্নিত করতে কাজ করছে আনোয়ারা উপজেলা প্রশাসন।
আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের আহমেদ জানান, ওষখাইন এলাকার উপর নজরদারি বাঁড়ানো হয়েছে। রোগীর সংস্পর্শে আসা লোকজনের বাড়ি লকডাউন করে উপজেলাকে করোনা সংক্রমন থেকে নিরাপদ রাখতে প্রশাসন মাঠে রয়েছে৷
বাংলাধারা/এফএস/টিএম
				












