৪ নভেম্বর ২০২৫

৫৪ মেট্রিকটন চাল ও ২ লাখ টাকা সরকারি সহায়তা পেল হাটহাজারীবাসী

তারেক মাহমুদ » 

করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে কর্মহীন মানুষের খাদ্য সমস্যায় মানবিক সহায়তা হিসেবে হাটহাজারী উপজেলায় ৫ কিস্তিতে সর্বমোট ৫৪ মেট্রিকটন চাল ও নগদ ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

হাটহাজারী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৫ মার্চ ৮ মেট্রিকটন চাল ও নগদ ৫০ হাজার টাকা, ৩০ মার্চ ৮ মেট্রিকটন চাল, ৩ এপ্রিল ১০ মেট্রিকটন চাল ও নগদ ৬০ হাজার টাকা, ৮ এপ্রিল ৮ মেট্রিকটন চাল ও নগদ ৪০ হাজার টাকা এবং সবশেষ ১৩ এপ্রিল ২০ মেট্রিকটন চাল ও নগদ ৫০ হাজার টাকা সরকারীভাবে হাটহাজারীবাসীর জন্য বরাদ্দ দেয়া হয়।

জানা যায়, হাটহাজারী উপজেলার প্রতিটি ইউনিয়ন প্রথম কিস্তিতে ৫৩৩ কেজি চাল ও নগদ ৩ হাজার ৩৩৩ টাকা, দ্বিতীয় কিস্তিতে ৫৩৩ কেজি চাল, তৃতীয় কিস্তিতে ৬৬১ কেজি চাল ও নগদ ৪ হাজার টাকা, চতুর্থ কিস্তিতে ৫৭১ কেজি চাল ও নগদ ২ হাজার ৮৫৭ টাকা এবং সবশেষ পঞ্চম কিস্তিতে ১ দশমিক ৪২৮ মেট্রিকটন চাল ও নগদ ৩ হাজার ৫৭১ টাকা পেয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে জানান, সর্বমোট পাঁচ কিস্তি মিলিয়ে প্রতিটি ইউনিয়নে ৩ দশমিক ৭৩ মেট্রিকটন চাল দেয়া হয়েছে, অর্থাৎ ৩৭১ জনের ত্রাণ। প্রতি ওয়ার্ড থেকে ৪১ জন করে ত্রাণ সহায়তা পাবেন।

তিনি আরো বলেন, বরাদ্দের বিষয়ে জনগণ এবং সরকারের মধ্যে যেন গ্যাপ না হয় সেজন্য শুদ্ধাচারের অংশ হিসেবেই আমরা সবাই কে জানাইতে চাই যে আমরা কত বরাদ্দ পেয়েছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ