৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আইসোলেশনে মারা যাওয়া ওই যুবকের নাম মফিজ আহমেদ (২৮)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের বাসিন্দা।

চটগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, বৃহস্পতিবার ভোরে মফিজ আহমেদের মৃত্যু হয়। তার কিডনিসহ আরও কিছু সমস্যা ছিল। পাশাপাশি তিনি জ্বরে আক্রান্ত ছিলেন।

ইতোমধ্যে চট্টগ্রামে ৩২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে শিশুসহ চারজন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, গার্মেন্টস শ্রমিকও রয়েছেন। চট্টগ্রাাম জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডি হাসপাতালে এসব রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ