৪ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে পুকুরে সেচ দেয়ার মতো তুচ্ছ ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে দুর্গাপুর ইউনিয়নের জর্নাদ্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হয়েছে- এনামুল হক, আনোয়ার হোসেন, দিদারুল আলম, রিদোয়ান, বিবি ফাতেমা, মো.ইউছুপ, রুবেল ও সৈকত। এদের মধ্যে প্রথম চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

আহত আনোয়ার হোসেন বলেন, তাদের বাড়ি একটি পুকুর রয়েছে। পুকুরটির মালিকানা নিয়ে দীর্ঘ দিন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুজাউল হকের সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে সুজাউল হক পুকুরে সেচ দিতে যায়। এসময় তাকে বাধা দিলে আমাদের পিটিয়ে আহত করে। হামলায় তাদের ৫জন আহত হয়। আহত তার বাবা এনামুল হকের অবস্থা ভালো না হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ব্যাপারে তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সুজাউল হকের পক্ষে এরাদুল হক ভুট্টু জানান, তাদের একটি পুকুরের মাছ মরে যাওয়ার কারণে আরেকটি পুকুর থেকে পানি দেয়ার জন্য সেচ মেশিন বসিয়ে ছিলেন। পুকুর সেচ দেয়া তাদের উদ্দেশ্য ছিলনা। কিন্তু এতে অপর পক্ষ বাধা দিলে মেশিনও বন্ধ করে দেয়া হয়। কিন্তু তারা গালমন্দের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ হয়। এতে তাদের তিনজন আহত হয়েছে। তবে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব জানান, তিনি সংঘর্ষের বিষয়ে শুনেছে খোঁজ-খবর নেয়ার জন্য এলাকায় একজন প্রতিনিধি পাঠিয়েছেন।

জোরারগঞ্জ থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, এমন কোন ঘটনা নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ