বাংলাধারা প্রতিবেদন »
করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়া করলে আইনি ব্যবস্থাঃ জেলা প্রশাসন।।
চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বাসা থেকে বের করে দিতে কতিপয় বাড়িওয়ালার অপচেষ্টার বিষয়টি আমলে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
বিষয়টি মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিককে দায়িত্ব দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিক জানান, মহানগরসহ চট্টগ্রাম জেলায় এ ধরনের কোন ঘটনার তথ্য পাওয়া গেলে বা জানা থাকলে তা আমাকে জানাতে অনুরোধ করছি। আপনাদের পাশ্ববর্তী কোন বাড়িওয়ালা যদি করোনা চিকিৎসা সেবায় সম্পৃক্ত চিকিৎসক -নার্স ও অন্যান্য যে কোন স্বাস্থ্যকর্মীকে বাসা থেকে বের করে দেবার অপচেষ্টা চালায়, বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাকে (০১৭৩৩-৩৩৪৩১৭) নম্বরে ফোন দিয়ে জানান।
প্রয়োজনে তথ্য দাতার নাম-পরিচয় গোপন রাখা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং চট্টগ্রাম নগরে সিটি করপোরেশনের পাশাপাশি আমাদের ৬টি সার্কেলের সহকারী কমিশনারেরা (ভূমি) এ কাজে সহায়তা করবেন।
তিনি আরো বলেন, প্রয়োজনে আমি নিজে ঘটনাস্থলে যাবো। সবার সহযোগিতায় আমরা কাজটি করবো। কোনো চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকে এই সময়ে বাসা ছাড়তে হবে না।
বাংলাধারা/এফএস/টিএম
				












