৪ নভেম্বর ২০২৫

রাঙামাটিতে ৫টি মদের কারখানা ধ্বংস, চোলাই মদসহ আটক ২

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটি শহরের পিটিআই সংলগ্ন পেছনের পাড়ায় অভিযান চালিয়ে চোলাই মদের কারখানা ধ্বংস করে মদসহ ২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে ২ঘন্টাব্যাপি পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচ বাড়িতে অভিযান চালিয়ে ২শ লিটার মদ এবং প্রায় ১ হাজার লিটার মদ তৈরির উপকরণসহ হাজারো লিটার মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

মদ তৈরি কাজের সাথে জড়িত শান্তি চাকমা ও টুনি চাকমা নামের দুইজনকে অভিযানের সময় আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় দেখা যায়, এলাকার ৫টি বাড়ীতে মদ তৈরি লক্ষ্যে বেশ বড় বড় কারখানা স্থাপন করা হয়। জনৈক সমন্বয় দেওয়ান, শান্তি চাকমা ও টুনি চাকমাসহ অপর দুটি বাড়িতে মদ তৈরির কারখানা দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ। এসময় দুইজনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় তারা ৫টি কারখানা ধ্বংস করে এবং ২শ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করে দেন। এ সময় ২ জনকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ