৪ নভেম্বর ২০২৫

করোনা সেবায় জড়িত চিকিৎসকদের বাসা ছাড়া করলেই ব্যবস্থা : সিএমপি

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত্রি কাজ করে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি কিছু কিছু বাড়িওয়ালা চিকিৎসকদের বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং বাসা ছেড়ে দিতেও চাপ প্রয়োগ করছে। তাই এবার বাড়িওয়ালাদের প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিএমপি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির এই দুর্দিনে সম্মানিত চিকিৎসকগণকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু বাড়িওয়ালা সম্মানিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীগণ কে বাসা ভাড়া দিতে অসহযোগিতা করছে। এমনকি বাসা ছেড়ে দেয়ার জন্য ও চাপ দিচ্ছে। যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।

ভুলে গেলে চলবে না যে, চিকিৎসক বাঁচলে আমরা বাঁচবো। সম্মানিত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের প্রতি অনুরোধ যদি কোন বাড়িওয়ালা এরূপ আচরণ করেন, দয়া করে আপনারা আমাদের সিএমপির হটলাইনে ফোন করে তথ্য দিন এবং মাননীয় পুলিশ কমিশনার এর পক্ষ থেকে আশ্বস্ত করা যাচ্ছে যে এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিএমপি হটলাইন (চট্টগ্রাম মহানগর এলাকা):
০১৪০০-৪০০৪০০
০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ