৪ নভেম্বর ২০২৫

নওফেলের গাড়িতে চট্টগ্রামের বিআইটিআইডিতে আসছে ১৯২০ কিট

বাংলাধারা প্রতিবেদন »  

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যক্তিগত গাড়িতে করে আজ রাতেই ১৯২০টি আরএনএ এক্সটেনশন কিট ফৌজদারহাটের বিআইটিআইডিতে এসে পৌঁছাবে।

সূত্রে জানা গেছে, ১৯২০টি আরএনএ এক্সটেনশন কিট স্বাস্থ্য বিভাগের ডিজির কাছ থেকে সংগ্রহ করেছেন নওফেল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

নওফেল বলেন, ‘দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে কিটগুলো সংগ্রহ করি। এরমধ্যেই আমার গাড়িতে করে সেগুলো চট্টগ্রামে পৌঁছানোর ব্যবস্থা করেছি। যেহেতু এখন লকডাউন পরিস্থিতি তাই গানম্যানসহ সড়ক পথে কিটগুলো চট্টগ্রামে পাঠানো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘নতুন কিটসহ এক্সটেনশন কিটের বিষয়ে গতকালই আমি স্বাস্থ্য বিভাগের ডিজির সাথে কথা বলেছি। উনি এই বিষয়টা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, ‘কিট নিয়ে সব শঙ্কা কেটে যাবে। স্বাস্থ্য বিভাগের ডিজির সাথে আমার কথা হয়েছে। কিট নিয়ে কোন সংকট হবেনা। চট্টগ্রামে করোনা পরীক্ষা আগের মতো করেই চলবে।’

প্রসঙ্গত কোভিড-১৯ পরীক্ষার জন্য চট্টগ্রাম বিভাগে একমাত্র বিআইটিআইডিকে অনুমোদন দিয়েছে সরকার। গত ২৫ মার্চ থেকে ৮টি জেলার নমুনা পরীক্ষা করছে বিআইটিআইডি। বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত তাদের ল্যাবে মোট ১০২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ