৩ নভেম্বর ২০২৫

কত এলিজি কত এপিটাফ

অভীক ওসমান »

কত অযুত নিযুত লক্ষ
রচিত হবে এলিজি।
কত নির্মিত হবে এপিটাফ
সকল কবি ও কারিগর নিহত।

রবীন্দ্রনাথের বাণী ধ্বনিতেছে
“এ আমার এ তোমার পাপ”
সূচিত্রা মিত্রের করুন কণ্ঠঠে কাঁদিতেছে
“হে মহাকাল, হে মহামরণ।”

জীবনানন্দ বোধে “পৃথিবীর গভীরতর অসুখ এখন”
সুকান্ত বলে গেছেন “মারি, মড়ক ও মন্বন্তর”এর কথা
আমরা শুনি নাই, বুঝি নাই শতাব্দী পূর্বের এই সব কথকথা
এই কি সেই কেয়ামত, রোজ হাশরের দিন।

কাঁদিতেছে শিশু কিশোর, তরুণ-তরুণী সকল
কাঁদিতেছে বিশ্বের মানব-মানবী সকল
মহররম মর্সিয়ার চাইতে প্রবলতর এই আর্তি
জানাযা ছাড়া দাফন এই মরণ তো কাম্য নয়।

নিখিল বিশ্বের সব সমতল আজ বধ্যভূমি
কোন কবরগাহে হবে যিয়ারত
সুরা ফাতিহা পাঠ
কোন সমাধিতে দেবে ফুল
শ্মশান বন্ধু সকল।

হে অনাগত, হে নবীন তোমাদের কাছে সবিনয় নিবেদন গড়ে তোলো একবিংশের একটি শহীদ মিনার।

হে মহাপ্রভু,
থামাও থামাও অদৃশ্য ঘাতকের এই হত্যার মহাযজ্ঞ
তোমার আশরাফুল মাখলুকাত মানুষ যে আর পারে না প্রভু
তারা আজ বড় অসহায়, বড় নিরুপায়।

আরও পড়ুন