২৯ অক্টোবর ২০২৫

অফডকে নতুন পণ্য খালাসের অনুমোদন চেয়ে এনবিআরকে বন্দরের চিঠি

বাংলাধারা প্রতিবেদন »  

অফডকে নতুন পণ্য খালাসের অনুমোদনের জন্য এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন বন্দর চেয়ারম্যান। এ ছাড়া বিজিএমইএ, বিকেএমইএসহ ব্যবসায়ী সংগঠন ও স্টেক হোল্ডারদের কনটেইনার ডেলিভারি বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে। আমদানিকারকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারিতে উৎসাহ দিতে সাময়িকভাবে স্টোর রেন্ট মওকুফ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলাধারাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছে কনটেইনার জট নিরসনে। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে- বন্দরের ২৫ কিলোমিটারের মধ্যে থাকা ১৯টি অফডকে ১৫-২০ হাজার কনটেইনার পাঠানো। এর জন্য অনুমোদন চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছেন বন্দর চেয়ারম্যান।

বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে (অফডক) নতুন পণ্য খালাসের অনুমোদন দিলে এ যাত্রায় দেশের প্রধান সমুদ্রবন্দরের কনটেইনার জট কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনারে আসা পণ্যের ৯৮ শতাংশ আমদানি হয়। করোনা ভাইরাস প্রতিরোধে টানা সরকারি ছুটির কারণে ডেলিভারি কমে এক চতুর্থাংশে নেমে আসে। এতে বন্দরের কনটেইনার ধারণক্ষমতা ৪৯ হাজার ১৮ টিইইউ’স (২০ ফুট লম্বা হিসেবে) ছাড়িয়ে গেছে।

অফডক মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার বলেন, বন্দরকে আমরা জানিয়েছি ১৮ হাজার ৭৭৫ টিইইউ’স নতুন পণ্যের কনটেইনার বন্দর থেকে অফডকে আনা সম্ভব। তবে শর্ত হচ্ছে আমদানিকারকরা দ্রুত ডেলিভারি নিতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন