২৯ অক্টোবর ২০২৫

খাদ্য সংকটের ভীতি যারা দেখাচ্ছে তারাই ভুল প্রমাণিত হবে : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »  

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারী ত্রান-সাহায্য সর্বত্রই পৌঁছে যাচ্ছে৷ পাশাপাশি রেশন কার্ড দেয়ার প্রক্রিয়াও শুরু হবে। ব্যক্তিগত উদ্যোগে অথবা আমাদের মাধ্যমেও ত্রাণ দিচ্ছেন অনেকেই। তাই খাদ্য সংকট, খাদ্য প্রাপ্তি সংকট, এসব ভীতি যারা দেখাচ্ছে তারাই ভুল প্রমাণিত হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা তুলে ধরেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারী ত্রান-সাহায্য সর্বত্রই পৌঁছে যাচ্ছে৷ শহরাঞ্চলে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মাধ্যমে দেয়া হচ্ছে, আর গ্রামাঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে দেয়া তালিকা করে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি রেশন কার্ড দেয়ার প্রক্রিয়াও শুরু হবে। ব্যক্তিগতভাবে সংসদ সদস্যরা কোন ত্রান বরাদ্দ বণ্টনের প্রক্রিয়ায় নেই, বা তাদের মাধ্যমে বরাদ্দ হচ্ছেনা, তাই আমরা অনেকেই নিজেরাই দিচ্ছি, আবার অনুদান নিয়েও দিচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকায় এবং অন্যান্য পার্শ্ববর্তী এলাকাতেও ত্রান-সাহায্য দিয়ে যাচ্ছি ব্যক্তিগত উদ্যোগে, পাশাপাশি আমাদের দলের অনেকেই দিচ্ছেন, আমাদের মাধ্যমেও দিচ্ছেন। তাই খাদ্য সংকট, খাদ্য প্রাপ্তি সংকট, এসব ভীতি যারা দেখাচ্ছে তারাই ভুল প্রমাণিত হবে।

তিনি আরও বলেন, সরকারের বাইরেও আমরা জানি আমাদের নেত্রীর নির্দেশনায় দলের অনেকেই লক্ষ লক্ষ টাকার ব্যক্তিগত ত্রান সামগ্রী দিচ্ছেন। আর, দূর্নীতিগ্রস্থদের এই আওয়ামী লীগ সরকারই গ্রেফতার করছে, সুতরাং অপপ্রচার করে লাভ নেই। জননেত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে আমরা এই যুদ্ধেও বিজয়ী হবো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন