২৯ অক্টোবর ২০২৫

নগরীতে পদ্মাওয়েলের পিকআপ ভর্তি খাদ্যপণ্য লুট

বাংলাধারা প্রতিবেদন »  

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পদ্মাওয়েল লিমিটেডের খাদ্যপণ্যবাহী একটি পিকআপ তাদের স্টাফদের জন্য নগরীর বিয়াজদ্দিন বাজার থেকে কেনাকাটা করে সিইপিজেড এলাকায় যাচ্ছিল। গাড়িটি বড়পুলে পৌঁছালেই চালক কিছু বুঝে উঠার আগেই তার গাড়ির গতিরোধ করে কিছু মানুষ লুটপাট শুরু করে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর বড়পুল মোড়ে এ লুটের ঘটনা ঘটে। 

জানা যায়, গাড়িতে পদ্মা অয়েল কোম্পানির স্টাফদের জন্য ৩ বস্তা চাল, ১৪ কেজি গরুর মাংস এবং এক কার্টন করে মাছ, মাল্টা, আপেল ও গুড়ো দুধ ছিল। একবস্তা চাল ও মাছের কার্টন ছাড়া অন্য খাদ্যপণ্য তারা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিএনজি চালকরা ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের তালিকা করে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায়। কিন্তু খাদ্যপণ্যবাহী গাড়ি লুটের ঘটনা আমার জানা নেই।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন