খাগড়াছড়ি প্রতিনিধি »
সারা দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার প্রত্যাঞ্চলের মানুষের জন্য সরকারি এাণ পৌঁছেদিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়ন ও গুমতি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়ে সুষ্টভাবে সরকারি ত্রাণ পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যান।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বেলছড়ি দায়িত্ব প্রাপ্ত তদারকি কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, তদারকি কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওয়াবাদুল হক, গুমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী যারা বর্তমানে ঘরে কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী সারা দেশে সবাইকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সারা বিশ্বে যেহারে করোনা ভাইরাসের সংক্রমণের রোগি দিনদিন বেড়ে চলেছে আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। কারণ উন্নতরাষ্ট্রগুলো তাদের চিকিৎসা সেবায় অনেক এগিয়ে থাকার সত্বেও তারা হিমশিম খাচ্ছে আমাদের করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সচেতন হয়ে সবাই ঘরে থাকতে হবে বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের না হওয়ার আহবান জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













