বাংলাধারা প্রতিবেদন »
গতকাল নগরীর পতেঙ্গায় শনাক্ত হওয়া নারীর বাড়ি মিরসরাইয়ের খৈয়াছরা ইউনিয়নে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনফেরত একজন সেনা সদস্যের স্ত্রী। শারীরিক অসুস্থতাজনিত সমস্যা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি হলে সেখান থেকে নমুনা সংগ্রহ করার পর তার করোনা পজিটিভ পাওয়া যায়। মিরসরাইয়ের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী তিনি।
রোববার (১৯ এপ্রিল) সকালে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলাধারাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরসরাইয়ে আক্রান্ত রোগীটি এখন পর্যন্ত কার কার সংস্পর্শে গিয়েছেন তা জানার জন্য তদন্ত করছি। তিনি কিভাবে আক্রান্ত হলেন তা এখনো জানতে পারি নি।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন বাংলাধারাকে বলেন, গতরাতে আমার কাছে অনেক দেরিতে তথ্য আসে। মিরসরাইয়ের প্রথম করোনা শনাক্ত হওয়া রোগী তিনি। তার বাড়ি লকডউনের বিষয়টি শীঘ্রই জানানো হবে।
উল্লেখ্য, শনিবার চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডিতে ১২২ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরও ৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামের ১ জন এবং লক্ষ্মীপুরের ৩ জন করোনায় আক্রান্ত হন।
বাংলাধারা/এফএস/টিএম












