২৬ অক্টোবর ২০২৫

নওফেলের নির্দেশনায় মুক্তিযোদ্ধাদের ইফতার সামগ্রী উপহার দেবে মহিউদ্দিন ফাউন্ডেশন

বাংলাধারা প্রতিবেদন »  

জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাদের সম্মানে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের কর্ণধার শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় মুক্তিযোদ্ধাদের ইফতারের উপহার সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এ তথ্য নিশ্চিত করেন। ইফতার সামগ্রী প্রদানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সতর্কতার সাথে রমজানে এসব সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। মুক্তিযোদ্ধা পরিবারের সামাজিক আত্মসম্মান অক্ষুন্ন রাখতে পরিচয় গোপন রাখার কথাও জানান তিনি।

চট্টগ্রাম নগরীতে বসবাসরত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী নিশ্চিতে চালু করা হটলাইনের নম্বরে ফোন করতে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ নম্বরসমূহ : ০১৭১২৬১৯৯৭৭, ০১৮১৬-৪৩৯৫৩৩, ০১৮১১৩০৯৩১০, ০১৮১৩৭০৫০৭৮।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন