২৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বিআইটিআইডিতে আইসোলেসনে থাকা ব্যক্তির মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর সাগরিকা থেকে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ব্যক্তি (৫৫) ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ভর্তির পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়। এখনো তার করোনা পরীক্ষার ফলাফল হাতে আসেনি।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড় সাতটার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

তিনি বলেন, শনিবার সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার আরও উপসর্গ নিয়ে বিআইটিআইডিতে ভর্তি হয়েছিলেন তিনি। ওই ব্যক্তির মরদেহ বিআইটিআইডিতে আছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন