বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে টিসিবির পণ্য ৭০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দোকানীকে জরিমানা করা হয়।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিসমিল্লাহ স্টোর নামে এক মুদি দোকান হতে টিসিবির ৭০ লিটার তেল জব্দ করা হয়। এ সময় দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, টিসিবির পণ্য বিক্রি করা দন্ডনীয় অপরাধ। টিসিবির পণ্য দোকানে বিক্রির সুযোগ নাই, যে বা যারা এই কাজ করবেন তাদেরকেই আইনের আওতায় আনা হবে।
বাংলাধারা/এফএস/টিএম












