২৬ অক্টোবর ২০২৫

কক্সবাজারে পত্রিকার অসচ্ছল হকারদেরকে কউক চেয়ারম্যানের সহায়তা

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার শহরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পত্রিকার হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ।

রোববার (১৯ এপ্রিল ) বেলা ১১টার দিকে শহরের বাহারছড়া গোল চত্বর মাঠে ৩২ জন পত্রিকার হকারদের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী তুলে দেয়া হয়।

কক্সবাজার জেলা হকার কল্যাণ সমিতির সভাপতি শহিদুল হক বলেন, আমরাই ফেরি করে সবার মাঝে সংবাদ পৌঁছেছে দিয়ে আসি। দিনে যা আয় হতো, তাদিয়ে সুন্দর ভাবেই চলতো সংসার। কারো প্রতি হাত পাততে হতো না। কিন্তু করোনা অন্য কর্মজীবীদের মতো আমাদেরও কর্মহীন করে দিয়েছে। এখন আমরাও অসহায়, তবে কোথাও হাত পাততে পারছি না। এমন সময় আমাদের খোঁজ নিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কাউক) চেয়ারম্যান। এটা আমরা কখনো ভুলবো না।

একই দিন বেলা ১২ টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুলেও শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী সরবরাহ করেন কউক চেয়ারম্যান।

জানা যায়, দিনমজুর ও অসহায় এই মানুষ গুলোর কথা ভেবে মানবিকতায় ৮ মার্চের পর হতে কউক চেয়ারম্যান করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনার পাশাপাশি নিজ তহবিল থেকে নিয়মিত ত্রাণ সহায়তা দিয়ে আসছেন।

সূত্র মতে, সরকারি প্রতিষ্ঠান হলেও কউকে ত্রাণ দেয়ার মতো কোনো প্রকল্প নেই। এরপরও থেমে নেই কউক চেয়ারম্যান। তিনি প্রতিদিনই কোন না কোন এলাকায় করোনা সংক্রমণ রোধে সর্তকতামুলক প্রচারণার পাশাপাশি নিজ বেতনের টাকা থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছেন ত্রাণ সহায়তা।

কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, বিশ্বের এই ক্রান্তিলগ্নে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাসাধ্য দেশের ক্রান্তিকালে সহযোগিতা অব্যহত রেখেছেন। করোনা মোকাবেলায় শেখ হাসিনার সারথী হতে সামর্থবান সকলের উচিত নিজ উদ্যোগে অসহায় মানুষগুলোর খোঁজ-খবর নেয়া। সেই চিন্তা থেকেই নিজ ভাতার টাকা থাকায় সাধ্যমতো সহযোগিতা ও প্রচারণা চালিয়ে যাচ্ছি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন