বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের দেওয়ান নগর গ্রামের আজিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি কচু খেতে অজগর সাপটি দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের ১১ মাইল বিট কাম চেক স্টেশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি তাদের হেফাজতে নেন। এরপর উক্ত এলাকার পশ্চিমে পাহাড়ের বনাঞ্চলে অজগর সাপটি অবমুক্ত করেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের ১১ মাইল বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা ফরেস্টার সৌমেন বড়ুয়া বাংলাধারাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বিচারে পাহাড়, বন-জঙ্গল উজাড় করার ফলে পাহাড়ে প্রাণীদের বসবাসের অনুপযোগী এবং চরম খাদ্য সংকট দেয়া দিয়েছে। তাই বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয় এবং খাদ্যের জন্য লোকালয়ে ছুটে আসছে।
বাংলাধারা/এফএস/টিএম













