বাংলাধারা প্রতিবেদন »
করোনায় আক্রান্তদের সেবা প্রদানের লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে ফিল্ড হাসপাতালের যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ হয়েছে। আর এ কাজে সহায়তা করেছে নাভানা গ্রুপ। হাসপাতালের প্রয়োজনীয় সকল সরঞ্জাম স্থাপন এবং লোকবল নিয়োগ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে হাসপাতালটিতে রোগী ভর্তি করানো যাবে।
সোমবার (২০ এপ্রিল) হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসায় ১০ সদস্যের চিকিৎসক টিম কাজ করবে। সেই সাথে নার্স এবং চিকিৎসা সহকারীও থাকছে। এর বাইরে আরও কিছু কাজ রয়েছে যাতে সহায়তা করতে ১০০ জনের একটি স্বেচ্ছাসেবক টিম রাখা হয়েছে। তাছাড়া ৪০টির মত বেড প্রস্তুত রাখা হয়েছে। থাকছে ভেন্টিলেটর সুবিধাও। রোগীদের আনা নেয়া করতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম













