৪ নভেম্বর ২০২৫

আগামী মাসেই ইতালির ফুটবল শুরু

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া ক্লাব ম্যাচগুলো আগামী মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম দিকে শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

এফআইজিসি আরও বলে, আর যারা মৌসুম বাতিল করতে বলেছে, তারা ফুটবল বা ইতালিয়ানদের পছন্দ করে না।

এফআইজিসি’র সভাপতি গ্যাবরিলি গ্রাভিনা বলেন, লকডাউন শেষ হবার পর খেলোয়াড়দের প্রস্তুত হতে তিন সপ্তাহ লাগবে। বর্তমানে ৪ মে থেকে নির্ধারিত তারিখ রয়েছে। ইতালিয়ান রেডিওকে গ্রাভিনা বলেন, ‘মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম দিকে আমরা শুরু করতে পারি। যারা মৌসুম বাতিল করার বিষয়ে কথা বলেছেন, তারা ফুটবল বা ইতালিয়ানদের পছন্দ করেন না।

গ্রাভিনা আরও বলেন, ‘যারা ভাইরাস মুক্ত তাদের পর্যবেক্ষনের গ্যারান্টি থাকবে। তারা সকলে নেগেটিভ হলে, দূরত্ব বা সংক্রামনের কোন সমস্যা নেই। আমি আশা করছি, সকলেই নিজেদের স্টেডিয়ামে খেলতে সক্ষম হবে। যদি এটি সম্ভব না হয়, তবে আমরা অন্য সমাধান খুঁজবো। আমাদের দেশের জন্য এখন খুবই কঠিন মুহূর্ত। অর্থনীতি ও ফুটবলের জন্যও। যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প।’

গ্রাভানি আত্মবিশ্বাসে সুরে বলেছিলেন, সঠিক পথটি খুঁজে পাবেন। ইতালির সংবাদমাধ্যমের মতে, ব্রেসিয়া ও তোরিনো, এই দু’টি ক্লাব এবারের লিগ পুনরায় শুরুর করার বিরোধিতা প্রকাশ্যে করেছিলো। করোনায় ইতালিতে ২৩ হাজার মানুষ মারা গিয়েছে। এর মধ্যে ব্রেসিয়া শহরে সবচেয়ে বেশি ভয়ানক ছিলো।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন