আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার(২০ এপ্রিল) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন স্থানীয় মৃত নুর মোহাম্মদের পুত্র।
স্থানীয়রা জানান, আমির হোসেন সকালে তৈলারদ্বীপ ফেরীঘাট এলাকার ব্যবসায়ী শওকত আলীর বাড়ির গাছ কাটতে যায়। এসময় দুপুরে গাছের সাথে বিদ্যুতের তার লাগলে আমির হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানায়, আমির হোসেন একজন দিন মজুর, পরিবারে তার মা ছাড়াও স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা একন দিশেহারা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, বারখাইনের তৈলারদ্বীপ এলাকায় আমির হোসেন নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃতের খবর শুনেছি, তবে এঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













