৪ নভেম্বর ২০২৫

আসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আকরামুল হাসানের

বাংলাধারা প্রতিবেদন »

ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান।

নরসিংদী ৩ আসনে সাধারণ মানুষের মাঝে জনসচেতনা তৈরির পাশাপাশি সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির এ নেতা।

৮ মার্চ বাংলাদেশে প্রথম নভেল করোনা ভাইরাস শনাক্ত হবার পর বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সরকার সাধারণ ছুটি দ্বিতীয় দফায় বাড়িয়ে করে ২৫ এপ্রিল পর্যন্ত। দিনমজুর মানুষরা কাজে ফিরতে না পারায়, সরকারের পাশাপাশি এ সকল ছিন্নমূল ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব।

দলের কার্যক্রমর অংশ হিসেবে নরসিংদী শিবপুর পৌরসভা, মাছিমপুর, চক্রধা, দুলালপুর, পুটিয়া, জয়নগর ও যশোর ইউনিয়নে গুরুত্বপূর্ণ বাজার এলাকায় জিবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতিরণ করা হয়। বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন হাজারের বেশি পরিবারের মাঝে বিতরণ করেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

একই সাথে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। জনগণের পাশে থাকবেন বলেও জানান। এ সময় আকরামুল হাসান সারা দেশে ছাত্র দলের সকল নেতৃবৃন্দ ও কর্মীদের সহমর্মিতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে বলেন। তিনি আশা করেন সকলের সহযোগিতায় নভেল করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীও দায়িত্ববান হয়ে কাজ করবেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন