৩ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে ১০০ পরিবহণ শ্রমিক পেলেন ‘সম্প্রীতির কার্ড’

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম নাজিরহাট-খাগড়াছড়ি বাস মালিক সমিতির প্রচার সম্পাদক মো: শাহজাহান ১০০ জন গণপরিবহন শ্রমিকের তালিকা তৈরি করে দিলে তাদেরকে সম্প্রীতির কার্ড হস্তান্তর করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এভাবে ক্রমান্বয়ে আরও দুটি ধাপে দুই’শ জন পরিবহণ শ্রমিক এ কার্ড পাবেন। তবে এই সম্প্রীতি কার্ড দিয়ে কেবলমাত্র একবার ত্রাণ সংগ্রহ করা যাবে।

সোমবার (২০ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে এ তথ্য নিশ্চিত করেন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, চট্টগ্রাম নাজিরহাট-খাগড়াছড়ি বাস মালিক সমিতি ১০০ জন গণপরিবহন শ্রমিকের তালিকা আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা ১০০ সম্প্রীতির কার্ড তার নিকট হস্তান্তর করেছি তালিকার বিপরীতে। রোযার আগেই তারা এই কার্ড দিয়ে উপজেলা প্রশাসনের নিকট হতে ১০কেজি চাল, এক কেজি ডাল এবং এক লিটার তেল গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, আমরা আরও দুটি ধাপে অর্থাৎ ১১ রোজায় ১০০ জন ও ২১ রোজায় আরও ১০০ জন মোট দুই’শ জন পরিবহণ শ্রমিককে এই ‘সম্প্রীতির কার্ড’ দেয়ার পরিকল্পনা করেছি।

এই ‘সম্প্রীতি কার্ড’ কেবলমাত্র একবার ব্যবহার করা যাবে। গণপরিবহণ শ্রমিকিদের জন্য এটা উপজেলা প্রশাসনের ক্ষুদ্র প্রয়াস বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ১০০ জন পরিবহন শ্রমিক, ৫০ জন ট্রাক শ্রমিক, ২৫ জন মাইক্রোবাস/কার শ্রমিক, ৪৩ জন স্বর্ণকার, ১৭ জন জেলে, ৭ জন ঋষি সম্প্রদায়, ৭ জন তৃতীয় লিঙ্গ, ১৪ জন হকার, ২৫ জন ডেকোরেশন শ্রমিক ও ১৮ জন মোমবাতি কারখানা শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান ভর্তি ‘ভালবাসার থলে’ উপহার দেয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন