৩ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় আদিবাসীদের মাঝে তথ্যমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনাভাইরাসে কর্মহীন আদিবাসী ও উপজেলার শ্রমজীবী অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার লালানগর ইউপির সামনে উপজেলার আদিবাসী অধ্যুষিত ছনখোলা বিল, ফুইট্টেগোদা, রইসাবিল, সাপছড়ির বিভিন্ন গ্রামের কর্মহীন নিন্মআয়ের আদিবাসী পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, লবণ, তেল, সাবান রয়েছে।

ত্রাণসামগ্রী বিতরণ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব তাজুদ্দিন সুমন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পদক ও উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির লালানগরের সমন্বয়ক মো. ফারুক আহমেদ তালুকদার, লালানগর আ.লীগের সা. সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল, ইউপি সদস্য দিদারুল আলম, আবুল কালাম ও আয়ুব আলী প্রমুখ।

উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির লালানগরে সমন্বয়ক মো. ফারুক আহমেদ তালুকদার বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন ও সরকারি কাজে মন্ত্রী মহোদর ঢাকায় অবস্থান করছেন। তবে মন্ত্রী মহোদয় সার্বক্ষণিক প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং অসহায় মানুষকে ত্রাণসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করছেন।

লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন বলেন, রাঙ্গুনিয়ার সাংসদ মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা মেনে করোনার দূর্যোগে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, করোনাভাইরাস শূন্যের কোটায় না আসা পর্যন্ত কর্মহীন, নিন্ম আয়, মধ্যবিত্ত ও অসহায় মানুষের মাঝে মন্ত্রী মহোদরের এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন