বাংলাধারা প্রতিবেদন »
নগরজুড়ে প্রায় ৭০ লক্ষ মানুষের বাস। করোনার প্রভাবে নগরীর নানা প্রান্তে কত মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। কত জন কত কষ্টে আছে। তাদের দিকে নজর না দিয়ে নগরীর ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রোববার (২৬ এপ্রিল) সকালে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
মহানগর আওয়ামী লীগের পরিচালনায় নগরের ১২৩টি ইউনিট কমিটির কর্মীদের জন্য এই উপহার সামগ্রী প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে ১৫০ জন নেতাকর্মীকে এই উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কোষাধ্যক্ষ আবদুচ সালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, কাউন্সিলর জয়নাল আবেদীন, কাউন্সিলর জিয়াউল হক সুমনসহ সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













