২৮ অক্টোবর ২০২৫

মূল্য তালিকা না রেখে বাড়তি দামে পণ্য বিক্রি, জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

হাটহাজারী উপজেলার ইছাপুর বাজার এবং হাটহাজারী পৌরসভার বিভিন্ন পাইকারি দোকানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নানা অনিয়ম পাওয়ায় ছয়টি দোকানকে জরিমানা করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, উপজেলার ইছাপুর বাজার এবং হাটহাজারী পৌরসভার বিভিন্ন পাইকারি দোকানে বাজার মনিটরিং করা হয়। দ্রব্যমূল্যের তালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে আদা বিক্রি করায় ৬ দোকানকে ১১০০০ টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন