১৬ ডিসেম্বর ২০২৫

নগরীর ফিরিঙ্গীবাজারের সেবক কলোনীতে রেজাউল করিমের ত্রাণ বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড এলাকায় সেবক কলোনী লোকজনদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

রবিবার (২৬ এপ্রিল) ফিরিঙ্গী বাজার সেবক কলোনীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের হাতে ফিরিঙ্গী বাজার সেবক কলোনীতে বসবাসরতদের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন তিনি ।

এ সময় এম.রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা মহামারির কারণে ঘরবন্ধি হয়ে থাকার কারণে মানুষের আয় রোজগার বন্ধ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের একজন মানুষও যেনো অভুক্ত না থাকে সেজন্য সরকারীভাবে উদ্দ্যোগ নেয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছেন। আমি একজন বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে মানুষের জন্য রাজনীতি করি। আর মানুষের পাশে দাঁড়ানো আমার স্বভাব। নিজ উদ্যোগে যতক্ষণ সম্ভব আমি মানুষের পাশে থাকবো। মানুষের সুখে দু:খে আমি সবসময় ছিলাম, আছি এবং থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন সুরেশ দাশ সর্দার, বলরাম দাশ সর্দার, রতন দাশ সর্দার, ফিরিঙ্গী বাজার হরিজন সমাজ পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি দিলিপ প্রসাদ দাশ, সভাপতি ওম প্রকাশ দাশ খোকন,সহ-সভাপতি রাজু দাশ, সাধারণ সম্পাদক জনি প্রসাদ দাশ, হরিজন যুব কল্যাণ সংঘ ফিরিঙ্গী বাজার সেবক কলোনীর আকাশ দাশ ও সোম দাশ প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ