২৮ অক্টোবর ২০২৫

বোয়ালখালীর দুটি সংগঠনের যৌথ উদ্যোগে ত্রাণ পেল ২০০ পরিবার

বাংলাধারা প্রতিবেদন »  

করোনভাইরাসের কারণে কর্মহীন এবং দরিদ্র মানুষদের খাদ্যসামগ্রী সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর মুজাহিদপাড়া সমাজ সমিতি ও আদর্শ সংঘ। বোয়ালখালী উপজেলায় করোনাভাইরাসের এই দূর্যোগকালীন সময়ে প্রায় ২০০ কর্মহীন ও অসহায় পরিবারকে এক মাসের খাবার সামগ্রী প্রদান করেছে সংগঠন দুইটি।

সংগঠন দুইটির যৌথ উদ্যোগে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি সেমাই, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ, এক কেজি ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং এক কেজি মুড়ি দেওয়া হয়।

এই সংগঠন দুইটির সমন্বয়কারী মো. সাদ্দাম হোসেন জানান, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় করোনাভাইরাসের কারণে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে আছেন যারা লজ্জ্বায় কারোর কাছে কিছু চাইতে পারছেন না। সেজন্য আমরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে কমিটির সদস্যদের দেওয়া তালিকা ধরে প্রাথমিকভাবে দুই’শ পরিবারকে একমাসের খাবার সামগ্রী তুলে দিয়েছি। যারা আসতে পারেনি তাদের বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী পৌছে দিয়ে আসছি। যেহেতু রমজান শুরু হয়েছে। সেজন্য আমরা আরো কর্মহীন মানুষকে সাহায্যে সহযোগীতা দেবে সংগঠন দুইটি বলে জানান তিনি।

এসময় সংগঠন ও ক্লাবের উপদেষ্টা আনোয়ার ম্যানেজার, মুক্তিযোদ্ধা আমির হোসেন, ইসমাইল হোসেন মুন্সী, সভাপতি হাজী মো. ইসহাক চৌধুরী, সহ-সভাপতি মো. একরাম, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী, সাইমন উদ্দিন টিটু, বাহাদুর শাহ্, ইস্কান্দরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন