২৮ অক্টোবর ২০২৫

করোনার নমুনা পরীক্ষায় আরো ৫ হাজার কিট পেল বিআইটিআইডি

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইডি) তে গত রোববার (২৬ এপ্রিল) নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণের কিট সংকট দেখা দিলে আরো ৫ হাজার পিসিআর কিট পাঠিয়েছে সরকারের রোগ নিয়ন্ত্রণ সংস্থা আইইডিসিআর।

সোমবার (২৭ এপ্রিল) কিটগুলো পাঠানো হয়।

জানা যায়, কিট স্বল্পতার কারণে গত শনিবার ১৮৯টি নমুনা পরীক্ষা হলেও রোববার হয়েছে ১০১টি। সোমবারের জন্য ১০০টি কিট মজুদ রাখা হয়েছিল।

বিআইটিআইডির পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী জানান, শনিবার আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে কিট সংকটের কথা জানাই। আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) আরো ৫ হাজার কিট পাঠানো হয়েছে।

তিনি জানান, ৫ হাজার কিট পাওয়াতে চট্টগ্রাম এখন টেস্টের সংখ্যা বাড়বে। ভেটেরিনারিতে আমরা আরো হাজারখানেক কিট সরবরাহ করবো যাতে টেস্ট বেশি হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন