৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দিল দোহাজারী সড়ক বিভাগ

বাংলাধারা প্রতিবেদন »  

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কবল হতে দেশকে রক্ষার কাজে এগিয়ে আসা চট্টগ্রামে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন দোহাজারী সড়ক বিভাগ।

গত রোববার (২৭ এপ্রিল) দুপুরে সর্দি, কাশি, হাঁচি ও জ্বর উপসর্গের বিশেষায়িত হাসপাতাল – চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পরিচালক ডাঃ বিদ্যুৎ বড়ুয়ার হাতে তুলে দেন ৫০টি ফেস শিল্ড, ৫০টি আই গগলস, ৫০টি কেএন-৯৫ মাস্ক, ১০টি বডি কভার ও ৫০০ টি হ্যান্ড গ্লোবস এবং এরপর সিভিল সার্জন, চট্টগ্রামকে ১০০টি ফেস শিল্ড, ১০০টি গগলস, ১০০টি কেএন-৯৫ মাস্ক, ১৫টি বডি কভার ও ৫০০ পিস হ্যান্ড গ্লোভস উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন, দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, উপ-বিভাগের, উপ বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দীন খালেদ।

করোনা মোকাবেলায় ফ্রন্ট লাইনারদের জন্য সড়ক বিভাগের এই মানবিক সহায়তায় কৃতজ্ঞতা জানান, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পরিচালক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, ও চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ