বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া কথা রাখতে পারছেন না চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। নগরজুড়ে মশার অসহনীয় বংশবিস্তার করায় ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কালবৈশাখীর বৃষ্টিতে নগরজুড়ে জমে থাকা পানিতে দিন দিন বেড়ে চলেছে মশার এই উৎপাত।
নগরীতে ডেঙ্গু মশার বিস্তাররোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গত ৭ এপ্রিল গণভবন থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে মেয়র এ কথা জানিয়েছেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে ডেঙ্গু বিস্তাররোধের কথা নিশ্চিত করে মেয়র নাছির বলেছিলেন, ‘এ বছর আমরা আপনাকে নিশ্চিত করে বলতে পারি- অলরেডি আমি মিটিং করেছি, সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলেছি, মশক নিধনে ৩ দিন আগে থেকে ওষুধ ছিটাচ্ছি। আগামী ১০ দিনের মধ্যেই এটা সহনীয় পর্যায়ে চলে আসবে।’
ভিডিও কনফারেন্সে মেয়র নাছির প্রধানমন্ত্রীর কাছে ১০ দিনের সময় নিলেও ২১ দিনের মাথায়ও তা করতে পারেননি। ফলে দ্রুত বেড়ে চলেছে মশার বংশবিস্তার। অসহনীয় হয়ে উঠছে নগরজীবন, নগরজুড়ে বিরাজ করছ ডেঙ্গুর আতঙ্ক।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গত নভেম্বর মাস থেকে ঢাকঢোল পিটিয়ে ওষুধ ছিটিয়ে মশার বিস্তাররোধে মহাপরিকল্পনার কথা জানিয়ে এলান দিয়ে আসলেও নির্বাচনের অজুহাতে থমকে গেছে এসব কার্যক্রম। পরে গত ৭ এপ্রিল ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কড়া বার্তায় কিছুটা প্রতিক্রিয়া দেখা গেলেও থমকে আছে কার্যক্রম। ফলে বৃষ্টির পানিতে থেমে নেই মশার বংশবিস্তার।
যদিও চসিকের মহাপরিকল্পনায় বলা হয়েছিল প্রতিটি ওয়ার্ডকে চার ভাগে ভাগ করে প্রতিটি ভাগের রাস্তা, ফুটপাত, গলি, উপ-গলি, নালা-নর্দমা যথাযথভাবে পরিষ্কার এবং মশক নিধনে স্প্রে করা হবে। প্রতি মাসে ৪ বার এ কার্যক্রম পরিচালিত হবে। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এই মহাপরিকল্পনারর কথায় ও কাজে মিল নেই কোথাও।
বেশ কয়েক বছরের তুলনায় গত বছরের ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি হলেও ওদিকে কর্তৃপক্ষের কোন নজর নেই, তাতেও যেন নজর নেই, নেই কোন মাথাব্যাথা। দেখা গেছে, করোনাভাইরাস নিয়ে যেসব অনুষ্ঠানিকতা তেমন গুরুত্বপূর্ণ না হলেও চসিক সেই সব আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হানা দিচ্ছে আরেক প্রাণঘাতি রোগ ডেঙ্গু।
বিশেষজ্ঞরা মনে করছেন, মহামারি করোনার প্রাদুর্ভাবের এই সময়ে প্রাণঘাতি এ ডেঙ্গু প্রকোপ ওষুধ ছিটিয়ে নিয়ন্ত্রণে না আনলে নগরবাসী আরো বিপদের সম্মুখীন হয়ে পড়বে।
নগরীতে ডেঙ্গু মশার বিস্তাররোধে চসিকের এমন অবহেলা একদিকে যেমন মশার দ্রুত বংশবিস্তার করছে অন্যদিকে নগরবাসীর মধ্যে বিরাজ করছে ডেঙ্গু রোগের আতঙ্ক।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












