৪ নভেম্বর ২০২৫

সপ্তাহখানেকের মধ্যেই নিলামে উঠছে বন্দরে পড়ে থাকা আদা রসুন

বাংলাধারা প্রতিবেদন »  

নানা ভাবে তাগিদ দেওয়ার পরও কিছু আমদানিকারক রমজানে চাহিদা থাকা সত্ত্বেও পেঁয়াজ, রসুন, আদার কনটেইনার ডেলিভারি নেননি৷ সেগুলো নিলামে তুলতে আরএল (রিমুভ লেটার) দেওয়া হয়েছে কাস্টম হাউসকে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম এ তথ্য জানান।

আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আমদানিকারক বন্দর থেকে পণ্য চালান খালাস না নিলে কাস্টম হাউস ওই চালান নিলামে তোলে।

বন্দর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ কনটেইনার আদা, ২ কনটেইনার রসুন, ৯ কনটেইনার পেঁয়াজ নিলামে তুলতে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

কাস্টম হাউসের উপ কমিশনার (নিলাম) মো. ফরিদ আল মামুন বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে পচনশীল পেঁয়াজ, রসুন, আদা, ফল আমদানি হয়। বন্দরে এ ধরনের কনটেইনার নামার পর থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয়। মাসের পর মাস যদি ডেলিভারি না হয় তাহলে বন্দরের বিদ্যুৎ অপচয় হয়, পণ্যও পচে যায়, শিপিং এজেন্টের কনটেইনারও আটকে থাকে। তাই প্রক্রিয়া সম্পন্ন করে সপ্তাহখানেকের মধ্যে নিলাম করতে পারবো আশা করি।

বাংলাধারা/এফএস/টিম

আরও পড়ুন