৪ নভেম্বর ২০২৫

খাগড়াছড়ির দিঘীনালাতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি »  

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বানছড়ি নামক জায়গার প্রেসবাজারে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের এক সদস্যসহ দু’জন মারা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ সদস্যরা। নিহত দু’জন হলেন, বাঙাল্লা চাকমা (৩৫) ও বাবুল চাকমা (৩০)।

নিহতদের মধ্যে বাঙাল্লা চাকমা অটো রিকশাচালক এবং বাবুল চাকমা ইউপিডিএফ সদস্য।

এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছেন।

প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা, বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য ছাড়াও টমটম চালক এক গ্রামবাসী মারা গেছেন।এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও তীব্র নিন্দা জানান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন