খাগড়াছড়ি প্রতিনিধি »
সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারন করার পর বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমনে সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন পরিস্তিতিতে সারাদেশের ন্যায় কর্মহীন হয়ে পড়া পাহাড়ের খেটে খাওয়া অসহায়-দিনমজুর প্রান্তিক জনগোষ্ঠী মানুষের কাছে প্রধানমন্ত্রীর এাণ তহবিল হতে প্রাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
খাদ্য সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২শ ৪৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের গৃহবন্দি, কর্মহীন ও দু:স্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিগার সুলতানা।
এাণ বিতরনের সময় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, ইউপি সদস্য দিপার মোহন ত্রিপুরা, মলেন্দ্র লাল ত্রিপুরা, চন্দ্র বিকাশ ত্রিপুরা ও ইউপি সচিব কিশোর বিকাশ ধামাই প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের পুর্নবাসন এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কাদ্য সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহবন্দি, কর্মহীন ও দু:স্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কোন মানুষ না খেয়ে থাকবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেও জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিগার সুলতানা।
বাংলাধারা/এফএস/টিএম
				












