নিষিদ্ধ রাত
খুব ইচ্ছে করে
আমাজনের গহীন অরণ্যে
তোমায় খুঁজতে যাবো;
মৌরিজঙ্গল থেকে ঠিক পাখিরা যেভাবে ফেরে,
তোমাকেও ঠিক ফিরিয়ে আনবো;
আমার সেই ঠিকানাবিহীন উঠোনে!
যেখানে ঘাসফুলেরা বেপরোয়া শ্লোগান তোলে;
ভালোবাসি ভালোবাসি বলে,
আল্পস পর্বতের চুড়ায় বসে
তুমি কোনো বুনোফুলের গন্ধ পাওনি!
যা পেয়েছিলে, তা ছিল নিষিদ্ধ কোন রাতের
উপচে পড়া জোছনার আলো।
ভালো থেকো নিষিদ্ধ কোন
মৃত নগরীর, জীবন্ত মানুষ।
আর যদি
আর যদি ঝোপের আড়ালে চাঁদ মামা উঁকি না দেয়!
ভোরের শিশিরে দূর্বাঘাসের উপর, আর যদি কোমল রদ্দুর না হাসে!
যদি জানালার কার্ণিশে বসে ভোরের কাকটা আর কাকভেজা না হয়! যদি বসন্তে আর কোকিল না ডাকে!আর যদি শিমুল কিংবা পলাশের নেশায় ঘোর না লাগে!
শুকনো গাছের ডালে যদি নতুন পাতা না আসে!
গাছের দুই ডালে দুটো চড়ুই যদি আর অভিমানে পৃথক না হয়!
যদি রক্তজবা ঘষে ঘষে আমার দু হাতের তালু আর টকটকে লাল না হয়!
যদি অশ্বথ গাছে,বিরহী বুলবুলি দুটি আর এক না হয়?
নৌকা বাওয়া মাঝিগুলি যদি আর,উজান ভাটিতে ভাওয়াইয়ার গান না ধরে!
যদি ভোরের গোলাপ পাঁপড়িতে,আমার চোখের কার্ণিশ বেয়ে এক ফোটা অশ্রু আর না ঝরে
যদি নির্জন দূপুরে ঘুঘুর করুন সুরে আমার আর ঘুম না ভাঙ্গে!
বুঝে নিও,জেনে নিও;
মৃত্যুর মিছিলে আমিও,কোন এক অনন্ত সুখের সন্ধানে
ভালো থেকো স্বদেশ।
ভালো থেকো মাতৃভূমি
ভালো থেকো তোমরা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













