২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বিআইটিআইডি’তে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে পলাশ নামে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, বুধবার রাতে একজনের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তি দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা। তার জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ ছিলো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন