৪ নভেম্বর ২০২৫

অনাথ শিশুদের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন বিপ্লব বড়ুয়া

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা দুর্যোগে শুরু হতে এলাকার অভাবী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বর্তমান দুঃসময়ে সাতকানিয়া থানাধীন বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান নামক জায়গায় অবস্থিত ঋষি আর্য অনাথ আশ্রমের অনাথ শিশুরা খাদ্য সংকটে কথা জানতে পেরে খাদ্য সামগ্রী প্রেরনের ব্যবস্থা করেন তিনি।

সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা এ তথ্য নিশ্চিত করেন।

আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ বলেন, মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠান টি চলছে। এই সময়ে খাদ্য সামগ্রী পাওয়ায় শিশুরা খুশি। আমি দাতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আর্শীবাদ করছি।

এসময় উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য সেবক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

জানা যায় বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যে দুই দফায় তিন হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। যা স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রী অভাবী ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ