বাংলাধারা প্রতিবেদন »
‘করোনা পজিটিভ’ এর খবর পেতেই মুঠোফোন বন্ধ করে রীতিমতো আত্মগোপনে চলে গেছেন চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকার এক রোগী। এ তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। ওই নারীর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ভুল থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় বলে জানান তিনি।
তিনি বলেন, জামালখানের হেমসেন লেইন এলাকার ঠিকানায় তার সন্ধান পাওয়া যায়। ৩৪ বছরের ওই নারী করোনা আক্রান্ত এক চিকিৎসকের স্ত্রী বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার (১ মে) রাতে ওই নারীসহ চট্টগ্রামে মোট তিনজন নতুন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে করোনা রোগী দুই পুরুষের খোঁজ মিললেও ওই নারীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
বাংলাধারা/এফএস/টিএম













