বাংলাধারা প্রতিবেদন »
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনের কমিশনার ও চেয়ারম্যানের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
আগামী ৪ মে মেয়াদ শেষ হচ্ছে কমিশনার হেলাল উদ্দিন নিজামীর। তিনিও তার পুরনো কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন। ফলে দু’দিনের মধ্যে নতুন কাউকে নিয়োগ না দিলে কোরাম সংকটে পড়বে নিয়ন্ত্রক সংস্থাটি। এতে বিএসইসির পক্ষে জরুরি কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে না।
এদিকে তাদের বিপরীতে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টিও চূড়ান্ত হয়নি এখনও পর্যন্ত। নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত বিএসইসি কোরাম সঙ্কটের কারণে কোনো কমিশন বৈঠকও করতে পারবে না। ফলে জরুরি কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হলে সেটি সম্ভব হবে না। তিনজন কমিশনার ও একজন চেয়ারম্যান নিয়ে বিএসইসির কমিশন গঠিত। কমিশন বৈঠকের কোরামের জন্য চেয়ারম্যান ও দুইজন কমিশনারের উপস্থিতি প্রয়োজন।
দীর্ঘদিন ধরে বিএসইসির কমিশনারের পদ আকড়ে ধরে রাখা হেলাল উদ্দিন নিজামীর মেয়াদ আগামী ৪ মে শেষ হচ্ছে। এর আগে গত ১৮ এপ্রিল বিএসইসির কমিশনারের পদ থেকে বিদায় নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমার বালা। চার কমিশনার পদের মধ্যে একটি পদ আগে থেকে খালি রয়েছে।
ফলে হেলাল উদ্দিন নিজামী বিদায় নিলে চার কমিশনারের মধ্যে তিনটি পদই খালি হয়ে যাবে। তখন বিএসইসির পক্ষে কমিশন সভা করা সম্ভব হবে না এবং জরুরি কোন সিদ্ধান্ত নেয়াও সম্ভব হবে না।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













