২৯ অক্টোবর ২০২৫

ব্রিটিশ নাগরিকদের শেষ ফ্লাইটটি ঢাকা ছাড়বে আজ বিকাল

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকেপড়া যুক্তরাজ্যের নাগরিকদের শেষ দলটি আজ বৃহস্পতিবার বিকালে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়ে যাবে। এটি যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা ছাড়ার নবম ফ্লাইট।

আশা করা হচ্ছে, প্রথম আটটি ফ্লাইট যে সময়ে ছেড়ে গেছে একই সময়ে নবম ফ্লাইটটিও ঢাকা ছাড়বে। তবে কতজন নাগরিক এই ফ্লাইটে ঢাকা ছাড়ছেন সেটা এখনও নিশ্চিত নয়। ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়।

দূতাবাসের একজন কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, আজও যুক্তরাজ্যের একটি দল বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বে। এটি ব্রিটিশ নাগরিকদের নবম ও শেষ ফ্লাইট।

আজকের ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যেসব নাগরিক ঢাকা ছাড়বেন তাদের একটি অংশকে বেলা ১১টার পর বিশেষ ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হবে।

এদিকে গত সোমবার এক ভিডিও বার্তায় ব্রিটিশ হাইকমিশনার ঢাকায় আটকে পড়া বৃটিশ নাগরিকদের চলমান উদ্ধার কার্যক্রম আজ ৭ মে সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে জানিয়েছিলেন।

বার্তায় হাইকমিশনার বলেন, ‘বৃহস্পতিবারের পর আর কোনো ফ্লাইট ব্যবস্থা করার চিন্তা নেই।’

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে যুক্তরাজ্য এখন পর্যন্ত তাদের নাগরিকদের আটটি দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এ পর্যন্ত মোট আটটি বিশেষ ফ্লাইটে দেশটির এক হাজার ৬৫৪ জন নাগরিক ঢাকা ছেড়েছেন।

গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। এরপর ২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। গত ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিক দেশে ফিরে যান। গত ২৬ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৬৮ নাগরিক দেশে ফিরে যান। ২৯ এপ্রিল বিশেষ ফ্লাইটে ২১০ ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন। গত ১ মে নয় শিশুসহ ২১৫ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন। গত ৩ মে ২১৩ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন।

সর্বশেষ গত ৫ মে ২৩৬ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন