২৮ অক্টোবর ২০২৫

ফিল্ড হাসপাতালে সেবা নিতে কোন রেফারেন্সের দরকার নেই

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের সীতাকুন্ডে গড়ে ওঠা ফিল্ড হাসপাতালে চিকিৎসা সেবা নিতে কোন রেফারেন্সের দরকার নেই বলে জানিয়েছেন হাসপাতালটির উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া।

বৃহস্পতিবার (৭ মে) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিদ্যুৎ বড়ুয়া বলেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসা সেবা নিতে কোন রেফারেন্সের দরকার নাই। আপনি যদি মনে করেন চিকিৎসকের সেবা নিতে চান, আপনি নির্দ্বিধায় চলে আসেন। টেলিফোনে কোন এপয়েন্টমেন্টের দরকার নাই। কোন রোগীর স্যাম্পল কালেকশন হবে কি না তা চিকিৎসক ঠিক করবেন। সুতরাং আপনি অসুস্থ অনুভব হলে আমাদের কাছে আসুন, আমরা আন্তরিকতার সর্বোচ্চ চিকিৎসা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত রোগীর চিকিৎসা ও চিকিৎসা সেবা কর্মীদের প্রটেকশন নিয়ে অনেক বেশি সতর্ক থাকি। করোনা হাসপাতাল নিঃসন্দেহে অন্য হাসপাতালের মতো না। তাই আমাদের পক্ষে সবসময় ফোনে রেসপন্স সম্ভব হয় না। সময় সুযোগ পেলে ফোনে রেস্পন্স করি আবার ফোন ব্যাক করি। মনে রাখবেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল আপনারই হাসপাতাল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন